Khoborerchokh logo

কবিতার নামঃ ডাকবে মা বলে ! 690 0

Khoborerchokh logo

ছবি,নীলিমা সুলতানা সুমি:কবি ও সাহিত্যিক

কবিতার নামঃ ডাকবে মা বলে !
কবি ও সাহিত্যিকঃ
নীলিমা সুলতানা সুমি
তোমার চোখে জল কেন জননী ?
দীর্ঘ দের যুগ যে তুমি প্রতিক্ষা করেছ,
একটি মুখের,একটি ডাকের 
সে না হয় রাখল মুখ ফিরিয়ে,
একটি বার না হয়, ডাকলনা মা বলে। 
অশ্রæ মোছাল না হয় তোমার
চুমু খাওয়া দুটি হাত দিয়ে। 
তাতে কি ? দেখ মুখ আজ 
তোমার জন্য প্রতীক্ষারত,
কত শত সন্তান আজ তোমাকে 
মা বলে ডাকার জন্য উদ্বিগ্ন,
দেখ আজ হাজার হাত তোমার
অশ্রু মোছাতে চাই অবিরত। 
জানি এত সবের পড়েও, 
তৃষ্ণার্থ বুক তোমার, 
গর্ভের সন্তানে মা ডাক শোনার। 
যে ভুলে গেছে,কোন একদিন হলেও 
তোমার স্তনে তার ঠোঁট স্পর্শ করেছিল
তোমার পবিত্র মুখখানি দেখে
তার কচি দুটো চোখ জোড়াতে, 
একটি রাত হলেও তুমি তার জন্য 
নির্ঘুম কাটিয়ে ছিলে।
সে তাকে তুমিও যাও ভুলে।
যে সে ভুলে গেছে তোমারে
সে ওতো কখনো মা হবে,
সেদিন  সে বুঝবে,
কত সাধনার পর মুখ দেখতে হয় সন্তানের। 
কত আকাঙ্খা মা ডাক শোনার।
সেদিন সে আসবে আমার দ্বারে,
যুগের অপরাধের ক্ষমা চেয়ে 
দু হাতে বুকে জড়িয়ে ধরে 
কপালে চুমু খেয়ে 
ডাকবে সে মা বলে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com